ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

ইন্দোনেশিয়ায় নৌকা-জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১৭

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় একটি কার্গো জাহাজ এবং একটি মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন। দেশটির জাভা দ্বীপে দুর্ঘটনাটি ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।


রবিবার (৪ এপ্রিল) বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, শনিবারের (৩ এপ্রিল) ওই দুর্ঘটনার পর মাছ ধরার নৌকার ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়। যদিও ওই নৌকার পাঁচ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।


এক কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধার করতে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। একটি উদ্ধারকারী জাহাজ লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে।


শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। হেবকো পায়োনিয়ার নামে দুর্ঘটনা কবলিত জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় ৩০ হাজার টন। ওই জাহাজ এবং মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। যদিও দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনো ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।

ads

Our Facebook Page